সন্দ্বীপ উপজেলা বাংলাদেশের মূল ভূ-খন্ড হতে বিচ্ছিন্ন এবং চতুর দিকে সমুদ্র বেষ্টিত হওয়ায় মূল ভূ-খন্ডের সাথে যোগাযোগে একমাত্র মাধ্যম হচ্ছে নৌ-পথ। নৌপথে বিআইডবিস্নউটিসি এর দু’টি বড় জাহাজে করে সপ্তাহে ০৫ দিন চট্টগ্রামে আসা যাওয়া করা যায়। এছাড়াও বিভিন্ন বোট বা বড় নৌকা, ট্রলার, লাল বোট ও স্পীড বোটের মাধ্যমে অত্যমত্ম ঝুঁকিপূর্ণভাবে সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম সহ অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগ স্থাপন করতে হয়। তাছাড়া বর্ষা মৌসুমে এখানাকার জনসাধারণের দুঃখ-দুঃদর্শার সীমা থাকে না। কারণ তখন বিআইডবিস্নউটিসি এর জাহাজে করে চলাচল করাও বিপদজনক। তখন সাইক্লোন-ঘুর্ণিঝড়-জলোচ্ছ্বাসের কারণে সমুদ্র খুব উত্তাল থাকে বিধায় জাহাজও ঠিকমত চলাচল করে না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস