Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সন্দ্বীপ উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন, সভাপতি-দিলরুবা সফিক, সহ-সভাপতি-তফুরা বেগম, সাধারণ সম্পাদক- সালমা বেগম...
Details

 সন্দ্বীপ উপজেলা নারী উন্নয়ন ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব নূর-ই-খাজা আলামীন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো: শাহজাহান বিএ উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন নিম্নরূপ:

সভাপতি- পদাধিকার বলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম দিলরুবা সফিক

সহ-সভাপতি- তফুরা বেগম (ইউপি সদস্যা, সন্তোষপুর) নির্বাচিত

সাধারণ সম্পাদক- সালমা বেগম (পৌর কাউন্সিলর) প্রাপ্ত ভোট সমান হওয়ায় লটারীতে নির্বাচিত

কোষাধ্যক্ষ- সুরাইয়া বেগম (ইউপি সদস্যা, মুছাপুর) নির্বাচিত

শংকরী রাণী শীল, রোকেয়া চৌধুরী, জোহরা বেগম, শাহানারা আক্তার বেবী, নিলুপা বেগম, শামীমা আক্তার স্বপ্না ও পারভিন আক্তার কার্যকরী সদস্য হিসেবে নির্বাচীত হয়।

Attachments
Publish Date
03/09/2013