কালের বিবর্তনে সন্দ্বীপের বর্তমান দৈর্ঘ্য ১৮-২০ ও প্রস্থ ৭-৮ মাইলের অধিক হবে না। অথচ এককালে এর সীমা বহুদুর পর্যন্ত বিসত্মৃত ছিল। সন্দ্বীপের পশ্চিম-দক্ষিণে ছিল শাহবাজপুর, পূর্বে ও উত্তরে ছিল বিক্রমপুরের দক্ষিণ এবং বর্তমানে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বকোণে সন্দ্বীপের অবস্থান। আর এখানে থেকে চট্টগ্রাম উপকূলের সীতাকুন্ডের দূরত্ব প্রায় দশ মাইল। নোয়াখালীর মূল ভূখন্ড সন্দ্বীপ থেকে প্রায় ১২ মাইল পশ্চিমে অবস্থিত। হাতিয়া সন্দ্বীপ থেকে প্রায় বিশ মাইল দুরে অবস্থিত। সন্দ্বীপ ২২.২২র্ থেকে ২২.৩৪র্ উত্তর অক্ষাংশ এবং ৯১.২৬র্ থেকে ৯১.৩৪র্ পূর্ব দ্রাঘিমাংশ পর্যমত্ম বিসত্মৃত। সন্দ্বীপের সীমানা হচ্ছে উত্তরে বামনী নদী এবং পশ্চিমে মেঘনা নদী ও তৎপশ্চিমে হাতিয়া দ্বীপ, পূর্বে সন্দ্বীপ চ্যানেল এবং চ্যানেলের পূর্ব পাড়ে চট্টগ্রাম এবং দক্ষিণে বঙ্গোপসাগর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS